জালালুদ্দীন সুয়ুতী ছিলেন মুসলিম পণ্ডিত মনীষীদের মধ্যে একজন মহৎ ব্যক্তিত্বের অধিকারী। যাকে হাফেজ ইমাম জালালুদ্দীন সুয়ুতী নামেও ডাকা হয়। (নামের শেষটি বিভিন্ন উচ্চারণে পরিলক্ষিত হয় যেমন -'সুয়ুতী' বা 'সিয়ুতী' বা 'আল-সুয়ুতী' বা 'আস-সুয়ুতী' বা 'আল-আসয়ুতী') যার পুরো নাম আবদুর রহমান ইবনে কামালুদ্দিন আবি বকর ইবনে মুহাম্মাদ সাবিকুদ্দিন খুদর আল খুদায়রি আল আসয়ুতী তবে তিনি জালালুদ্দীন সুয়ুতী নামেই বিখ্যাত এবং সুপরিচিত। তিনি ছিলেন প্রসিদ্ধ গ্রন্থকার , বিখ্যাত তাফসিরকারক , মুহাদ্দিস , ফকিহ , সাহিত্যিক , কবি, ইতিহাসবিদ এবং তিনি হিজরি নবম শতকের সমসাময়য়িক কালের একজন মুজাদ্দিদ ছিলেন।
Show More