“হ্যালো কেএমপি” অ্যাপস স্মার্ট বাংলাদেশের একটি অন্যতম উপাদান হিসেবে গণ্য হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দায়িত্বভার গ্রহণ করার সময় বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কথা ইতিমধ্যে আমরা সেই ডিজিটাল বাংলাদেশের যুগে প্রবেশ করেছি এবং তথ্য প্রযুক্তির সকল সেবায় জনগন পাচ্ছেন। “হ্যালো কেএমপি” অ্যাপস ব্যবহার করে যে কোনো ব্যক্তির যদি কোন অভিযোগ থাকে তবে তিনি তার স্মার্ট ফোন ব্যবহার করে অভিযোগ দিতে পারবেন। মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের তথ্য অত্যন্ত গোপনীয়তার সাথে এখানে প্রদান করিতে পারবেন। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে পুলিশ, ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন যেকোনো সময়। খুলনা মেট্রোপলিটন পুলিশের নিউজ পোর্টাল, ওয়েব পোর্টাল, অনলাইন জিডি, পুলিশ ক্লিয়াররেন্স, পাসপোর্ট ভেরিফিকেশনের অগ্রগতি, কেএমপি ও অন্যান্য সরকারি জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বর, কেএমপি বিষয়ক প্রশ্নের উত্তর, খুলনা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুকসহ বিভিন্ন সেবার সন্নেবেশিত হবে এই হ্যালো কেএমপি অ্যাপসটিতে। পরবর্তী ধাপে “হ্যালো কেএমপি” অ্যাপসটি আরো যুগোপযোগী ও নতুন সেবা সংযুক্ত করা হবে। "হ্যালো কেএমপি" অ্যাপস ব্যবহার করে অভিযোগ বা তথ্য প্রদানের ক্ষেত্রে নিজের নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল, ঠিকানা, সংশ্লিষ্ট তথ্য/অভিযোগ এবং এই সংক্রান্তে যদি কোন ডকুমেন্ট/ ছবি ইত্যাদি থাকে তবে তা দাখিল করতে হবে। “হ্যালো কেএমপি” অ্যাপসটি স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উম্মোচিত হবে স্মার্ট বাংলাদেশ রুপরেখা বাস্তবায়নে।
Show More