এটা একটা বিষম বাহু ত্রিভূজাক্রিতির জমির ক্ষেত্রফল পরিমাপের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাঁপটির সাহায্যে একটি চতুর্ভুজাকৃতির জমির পরিমান ও নির্ণয় করা যায়, সেক্ষেত্রে চতুর্ভুজটির একটি কর্ণের দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তার পর পৃথক পৃথক ভাবে দুই বার বিষম বাহু ত্রিভূজাক্রিতির জমির ক্ষেত্রফল পরিমাপ করে যোগ করতে হবে। তাহলে একটি চতুর্ভুজাকৃতির জমির পরিমান নির্ণয় করা যাবে।
Show More