Islamic Campaign(Beta) icon

Islamic Campaign(Beta)

DevStationBD
Free
10+ downloads

About Islamic Campaign(Beta)

ইসলাম হল শান্তির ধর্ম।
তাহলে মুসলিম প্রধান আমাদের এই বাংলাদেশে এত অশান্তি কেন?
- কারন আমরা বেশিরভাগ মানুষ ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলি না।
- কেন মেনে চলি না?
- এর অন্যতম একটা কারন হল, আমরা ইসলামের বিধান গুলো সঠিক ভাবে জানি না। মা, বোনদের জন্য পরিস্থিতি আরও প্রতিকুল। তাদের জন্য তাবলীগ, জামাত, জুমার খুতবা ইত্যাদিতে অংশগ্রহণের সুযোগও নেই। ফলে তারাও ইসলামের জ্ঞান থেকে বন্চিত হয়।
- এর সমাধান কি?
- ইসলাম নারী, পুরুষ উভয়ের কাছে বেশি বেশি প্রচার করা।
- তাহলে চলেন ফেসবুক গ্রুপ খুলি। সেখানে ইসলামের বিধান সবাই সবাইকে শেয়ার করি।
- না, সেখানে নারী, পুরুষ নিজেদের মধ্যে পর্দার বিধান নষ্ট, ফ্রি মিক্সিং হওয়ার সম্ভবনা থাকে এতে। তারপর অনেকেই নিজের অজান্তে মানুষের কাছে ভাল হওয়ার জন্য বা লাইক পাওয়ার জন্য পোস্ট করবে। আবার ইন্ট্রোভার্ট মানুষজন পাবলিকলি কিছু শেয়ার করতে পছন্দ করে না।
- তাহলে কি করা যায়?
- ইসলামিক ক্যাম্পেইন এপ ব্যবহার করা যায়।
- এটা কিভাবে সমস্যার সমাধান করব?
- এখানে এননিমাসলি চ্যাট করতে হয়। এডমিন ছাড়া কেউ জানবে না কারও পরিচয়। কে নারী, কে পুরুষ তাও জানা জাবে না।
- তাহলে কেউ যদি অনাকাঙ্ক্ষিত আচরণ করে?
- এডমিন তাকে শনাক্ত করে যথাযথ ব্যবস্হা নিবে।
- আর কোন ফিচার আছে?
- নিজেদের মধ্যে অনলাইন ম্যাটারিয়াল শেয়ার করা যাবে।
- টাইমার সেট করা যাবে। ক্যাম্পেইন শুরু করার পর থেকে টাইমার শুরু হবে। যেমনঃ কেউ ঠিক করল যে, আগামী ১০ দিন সে নাটক, সিনেমা, সিরিয়াল, গান-বাজানা থেকে দূরে এসে কুরআন পড়বে, সীরাহ পড়বে। এখন ধরা যাক ৩য় দিনের মাথায় সে, তার কথা ব্রেক করল। তাহলে এপের টাইমারে ব্রেক করবে। তখন তা এপে রেকর্ড হবে। টাইমার নতুন করে স্টার্ট হবে। এভাবে সে তার প্রোগ্রেস দেখতে পারবে।

- তাহলে চলেন নতুন একটা ক্যাম্পেইন তৈরি করে ফেলি। তারপর ইসলামকে সবার মাঝে আরও বেশি করে ছড়িয়ে দিই।

Islamic Campaign(Beta) Screenshots