Jabur and Songs (জবুর ও গীত ) icon

Jabur and Songs (জবুর ও গীত )

Isa-e Church
Free
5,000+ downloads

About Jabur and Songs (জবুর ও গীত )

আসমানি কিতাব সমুহের মধ্যে ‘জবুর শরীফ’ অন্যতম একটি প্রধান কিতাব। বিশেষভাবে ইহুদি ও ঈসায়ী সম্প্রদায়ভুক্ত লোকেরা এই কিতাবে বিশ্বাস করে ও এখান থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। এছাড়া মুসলিম সম্প্রদায়ও আসমানি কিতাব হিসেবে ‘জবুর শরীফ’ এর উপর বিশ্বাস করে থাকে। হযরত দাউদ নবীর উপর নাযিলকৃত কিতাব হিসেবে এই কিতাব সকলের কাছে সমাদৃত। হযরত দাউদ নবী মূলত গান বা গজলের মাধ্যমে খোদার এবাদত করতেন। সুরের মাধ্যমে খোদার গৌরব ও প্রশংসা করার পাশাপাশি তিনি হৃদয়ের আকুতি, বিনতি ও প্রার্থনা খোদার কাছে জানাতেন। হযরত দাউদ নবীকে ইস্রায়েলের একজন মধুর গায়ক হিসেবে সম্বোধন করা হয়েছিল। ‘জবুর শরীফ’-কে বাংলা ভাষায় ‘গীতসংহিতা’ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। ‘জবুর শরীফ’ মূলত হিব্রু ভাষায় লিপিবদ্ধ করা হয়েছিল। পরবর্তী সময়ে পৃথিবীর বহুভাষায় তা অনুবাদ করা হয় এবং এখনও নানান ভাষায় অনুবাদিত হচ্ছে। ‘জবুর’ আরবী শব্দ যার অর্থ কবিতা। হযরত দাউদ ‘জবুর শরীফ’ এর প্রধান রচয়িতা, জবুর শরীফের মোট ১৫০টি অধ্যায়ের মধ্যে ৭৫টি’র মতো অধ্যায় তিনি রচনা করেছিলেন। ভাবোক্তি গান করার জন্য হযরত দাউদ কর্তৃক দায়িত্বপ্রাপÍ আসফ, হেমন, কোরহ সন্তানগণ ও এথন এর রচিত কবিতাও রয়েছে জবুর শরীফে। হযরত মূসা ও হযরত সোলায়মান নবীর রচিত তিনটি গান রয়েছে এবং এছাড়াও প্রায় ৪৮টি অধ্যায়ে রচিত গানের লেখক অজ্ঞাত।
ধর্মীয় বিশ্বাস মতে সকলের কাছে ‘জবুর শরীফ’ খোদার কালাম। এই কিতাবে উল্লেখিত ১৫০টি অধ্যায়কে বাংলা সংস্কৃতিতে গানে রূপান্তরিত করা হয়েছে, তাতে মোট ৩৫৩টি গান হয়েছে। প্রতিটি গান বিষয়বস্তু অনুযায়ী ভাগ করার চেষ্টা করা হয়েছে। তাই এখানে গানগুলোর ‘তাল’ উল্লেখ করে দেয়া হলো যেন পাঠকগণ সুরের মাধ্যমে খোদার এবাদত করতে পারেন এবং তাঁর রহমত লাভ করতে পারেন। এছাড়াও গানগুলো গুগুল এপস্ এ আছে যাতে সহজে তা পাঠকগণ সংগ্রহ করতে পারেন। গানের সুরে অনুলিখন করতে গিয়ে শব্দচয়নে কিছুটা আগে-পরে হয়েছে কিন্তু মূল অর্থ ঠিক রাখতে সচেতনতা অবলম্বন করা হয়েছে।
‘জবুর শরীফ’ বলতে আমাদের মানসপটে ভেসে আসে হযরত দাউদ নবী। কিন্তু আমরা অনেকেই তাঁর জীবনী সম্পর্কে অধিক কিছু জানি না। হযরত দাউদ যে শুধু নবী ছিলেন তা নয় বরং তিনি খোদা মনোনীত ইস্রায়েল জাতির একজন অন্যতম শক্তিশালী রাজাও ছিলেন। অনেক পাঠক রয়েছেন যারা রাজা ও নবী হিসেবে হযরত দাউদ এর জীবনী জানতে চান এবং তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে খোদার সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তাই গীতসংহিতার সাথে হযরত দাউদ নবীর জীবনীও সংযুক্ত করা হলো।
যারা এই কঠিন কাজটি করতে তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। খোদা তাদের প্রত্যেককে অপরিমেয় রহমত দান করুন। একই সাথে আমাদের প্রার্থনা যারা এই কিতাব পাঠ করবেন তারাও যেন খোদার অপরিমেয় রহমত লাভ করতে পারেন।
পরিশেষে, এই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পরিচালনা দানের জন্য খোদার প্রশংসা ও ধন্যবাদ করি।

Jabur and Songs (জবুর ও গীত ) Screenshots

Similar to Jabur and Songs (জবুর ও গীত )

More from Isa-e Church