BCCC (Beta) icon

BCCC (Beta)

SOHANOOR RAHMAN
Free
500+ downloads

About BCCC (Beta)

বাংলাদেশ শেফ কমিউনিটি ক্লাব
বাংলাদেশ শেফ কমিউনিটি ক্লাবের সুচনা হয় ২৪শে নভেম্বর ২০১৪। বাংলাদেশে চাকরি চাওয়া পাওয়া এবং দক্ষ কর্মীদের সাথে খাদ্য শিল্প ব্যবসায়ীদের সাক্ষাতের সুবিধার্থে গঠিত হয় ফেইসবুক গ্রুপ যা একটি অনলাইন প্ল্যাটফর্ম।

ফেইসবুক গ্রুপে নতুন নতুন কর্মকান্ড শুরু হয়। যেমনঃ খাবারের প্রেজেন্টেশন এবং খাদ্য শিল্প উন্নয়ন মুলক কার্যক্রম সম্মন্ধে উত্তসাহিত করা এবং শেখাতে সহযোগিতা করা। ২০২০ সালে শুরু হয় বিশ্ব মহামারী কোভিড-১৯। মহামারীর প্রকটে ক্ষতি গ্রস্থ পুরো বিশ্ববাসী মর্মান্তিক ভাবে ক্ষতি গ্রস্থ হয়ে পড়ে এবং বাংলাদেশ খাদ্য শিল্পে কালিনারি সেক্টর বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, যার প্রভাবে খাদ্য শিল্পের সাথে জড়িত বিভিন্ন প্রকারভেদে মানুষ বঞ্চিত হচ্ছে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা থেকে। এমতাবস্থায় কোভিড-১৯ পরিস্থিতি অনুযায়ী, ২০২১ সালে খাদ্য শিল্পের সুবিধার্থে শুরু হলো বাংলাদেশ শেফ কমিউনিটি ক্লাবের নতুন যাত্রা, একটি অনলাইন ওয়েব সাইট দিয়ে।

এটা একটি ইন্ডাস্ট্রিয়াল প্ল্যাটফর্ম, যেখানে একটি খাদ্য ব্যবসা পরিচালনার সমস্ত সুযোগ সুবিধা খুব সহজেই ব্যবসা পরিচালনা করতে পারবেন খাদ্য শিল্প ব্যবসায়ী, পরিচালক এবং কর্মীগণ।

BCCC (Beta) Screenshots

More from SOHANOOR RAHMAN