প্রিয় মানুষটি বিসিএস পরীক্ষা দেবে। কিন্তু দিবস পালনের তারিখ নিয়ে নানা সংশয় দেখা যায়। ফলে আমি নিজে বসে ইন্টারনেট ঘেঁটে, বাছাই করে, নানা বই দেখে, পত্রিকা পড়ে ও বিদেশী লেখা হতে অনূবাদ করে বিশ্বের গুরুত্বপ‚র্ণ আন্তর্যাতিক ও বাংলাদেশে পালিত দিবসসমূহের একটি ফর্দ বানিয়েছি যা একই সাথে দিবস আর্কাইভ ও বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে সহায়ক হবে বলে আমি আশাবাদী।
আমার লেখাতে ভুল থাকতে পারে। কোনরকম সংশোধন থাকলে আমার ইমেইলে বার্তা পাঠাতে পারেন। তবে আমি প্রতিটি দিবস নিজে ঘেঁটে খুঁটে নানা জায়গা হতে তুলনা করে সর্বোচ্চ সঠিক তারিখ দেবার চেষ্টা করেছি। অ্যাপটি ভাল লেগে থাকলে আমার জন্য দুয়া করবেন। আর ভবিষ্যতে আরও কি কি ধরনের তথ্য যোগ করলে অ্যাপটি আরও সুন্দর হবে তা জানানোর ও অ্যাপটি এখনই ডাউনলোড করবার অনুরোধ রইলো।
সকলের সুখী ও সুস্থ জীবন কামনায়. . . . আমিন।
আমার লেখাতে ভুল থাকতে পারে। কোনরকম সংশোধন থাকলে আমার ইমেইলে বার্তা পাঠাতে পারেন। তবে আমি প্রতিটি দিবস নিজে ঘেঁটে খুঁটে নানা জায়গা হতে তুলনা করে সর্বোচ্চ সঠিক তারিখ দেবার চেষ্টা করেছি। অ্যাপটি ভাল লেগে থাকলে আমার জন্য দুয়া করবেন। আর ভবিষ্যতে আরও কি কি ধরনের তথ্য যোগ করলে অ্যাপটি আরও সুন্দর হবে তা জানানোর ও অ্যাপটি এখনই ডাউনলোড করবার অনুরোধ রইলো।
সকলের সুখী ও সুস্থ জীবন কামনায়. . . . আমিন।
Show More