কতরকম পরিকল্পনা থাকে ভবিষ্যৎ নিয়ে তবে তা অবশ্য আমাদের সবারই থাকে। এবং আমরা সবাই একটি জিনিসের প্রতি আসক্ত আর তা হলো “সফলতা”। আবার দেখা যায় পৃথিবীর ৮০% ভাগ মানুষের ”সফলতা অর্জনের পরিকল্পনা” শুধু স্বপ্ন বা মুখেই রয়ে যায় এর কারণ তারা কে? জীবনের উদ্দেশ্য কিংবা জীবনের গন্তব্য কোথায় এই সম্পর্কেই কোনো ধারণা ছাড়াই দিবা রাত্রি স্বপ্ন দেখে যায় প্রতিনিয়ত। জীবনে পথ চলার শুরুতেই এসব কিছু প্রশ্নের উত্তর জানতে হবে, যা আমাদের কে স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করবে আরো কয়েকগুনে। অনেকের মনে হতে পারে জীবনে সফলতা অর্জনের পিছে এই প্রশ্ন গুলোর কি ভূমিকা। বেশ! তবে চলো মিলিয়ে নেই আমাদের জীবনে প্রশ্ন গুলোর উত্তর জানা কেনো এতটা আবশ্যক।
Show More